অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করে এর জনগণের ওপর। তিনি আরো বলেছেন, অনুপ্রবেশকারীদেরকে ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না।
জাওয়াদ জারিফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশের জনগণের যেমন ভোটের অধিকার রয়েছে তেমনি প্রতিবাদের অধিকার রয়েছে। জনগণের কষ্টার্জিত এই অধিকার রক্ষা করা হবে এবং অনুপ্রবেশকারীদেরকে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ঘাতমূক তৎপরতার চালাতে দেয়া হবে না।
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছেন। তবে বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকটি শহরে বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। – পার্সটুডে।