বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অনিচ্ছাকৃত অপরাধে দণ্ডপ্রাপ্তদের মুক্ত করতে অভিনব দান

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৬ 

news-image

ইরানে অনিচ্ছায় কোনো অপরাধ করেছেন এমন ব্যক্তিদের দণ্ড মওকুফ বা তাদের মুক্ত করতে দানশীল ব্যক্তি শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা অন্তত ৬ লাখ মার্কিন ডলার দান করেছেন। তাদের অনেকেই দান করেছেন নিজের পরিচয় প্রকাশ না করে গোপনে। এজন্যে তারা একটি ডেডিকেটেড ফোন নম্বর ব্যবহার করেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামনেয়ী, প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি ও বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানি এ দানে শরীক হয়েছেন। পর্যায়ক্রমে তাদের দানের অর্থের পরিমাণ হচ্ছে ইরানি মুদ্রায় তিন বিলিয়ন রিয়াল, আড়াই বিলিয়ন রিয়াল, ৫‘শ মিলিয়ন রিয়াল ও ৫‘শ মিলিয়ন রিয়াল। ব্লাড মানি অর্গানাইজেশন নামে একটি প্রতিষ্ঠান এধরনের উদ্যোগ নিয়েছে। সংসদ সদস্য, সামরিক কর্মকর্তা ও বিচার বিভাগের কর্মকর্তারা এ দানে শরীক হন। এছাড়া সাড়ে তিন লাখ মার্কিন ডলার দান করেছেন এমন সব ব্যক্তি যারা তাদের পরিচয় দেননি। ইরানে এধরনের দানের মাধ্যমে অপরাধীকে মুক্ত করার প্রথা দীর্ঘদিনের। বিশেষ করে রমজান মাসে যারা অনিচ্ছায় অপরাধ করে থাকেন তাদের মুক্ত করতে এধরনের অর্থ ব্যবহার হয়ে থাকে। সূত্র: তেহরান টাইমস