অনলাইন পুমসাই চ্যাম্পিয়নশিপে ইরানের ছয় স্বর্ণপদক
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২০

কলোম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুমসাই প্রতিযোগিতায় ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছেন ইরানি পুমসাই খেলোয়াড়রা। ভার্চুয়াল প্রতিযোগিতায় ১৯ দেশের ৪০১জন খেলোয়াড় অংশ নেন।
পুমসাই প্রতিযোগিতায় স্বর্ণ জয়ী ছয় ইরানি হলেন- বেঞ্জামিন নাজাফি, কায়রাশ বসিরি, হামিদ নাজমদেহ, মোজতাবা নাজমদেহ, জহরা সালেহি, এবং মোহাম্মদ আরহামি; রুপার মেডেল জিতেছেন আলি নাকিবি এবং ব্রোঞ্জপদক জিতেছেন আরশিয়া মাজলুমি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।