অনলাইন এশিয়ান শুটিংয়ে ইরানি অ্যাথলেট
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১

অনলাইন এশিয়ান শুটিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইরানি অ্যাথলেটরা। আজ বৃহস্পতিবার এই শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা রয়েছে।
ভারচুয়ালি অনুষ্ঠিতব্য এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ কুয়েত। রাইফেল, এয়ার পিস্তল ও ফ্লায়িং টার্গেট- এই তিন ফিল্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পিস্তল ও এয়ার পিস্তল ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের জাভাদ ফোরুগি, ভাহিদ গোলখান্দান, সাজ্জাদ পুরহোসেইনি, হানিয়েহ রোস্তামিয়ান, গোলনুশ সেবগাত এলাহি ও মিনা গোরবানি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।