বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অনলাইনে বিশ্বের উশু খেলোয়াড়দের কৌশল শেখাবেন ইরানি বিশেষজ্ঞ

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২০ 

news-image

বিশ্বের উশু খেলোয়াড়দের অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু কৌশল শেখানোর জন্য ইরানি বিশেষজ্ঞ মোহাম্মাদ রেজা পুরগোলামি-নেজাদকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক উশু ফোরেশন (আইডব্লিউইউএফ)। আগামী ১৪ জানুয়ারি রোববার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল আটটায় এই লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। এতে তিনি ‘তাইজি বল টেকনিক অ্যান্ড ওয়ার্কআউট’ বিষয়ে কথা বলবেন। আইডব্লিউইউএফ এর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

পুরগোলামি-নেজাদ আইডব্লিউইউএফ টেকনিক্যাল কমিটির টেকনিক্যাল ও ইভেন্ট সাব-কমিটি এবং আইডব্লিউইউএফ গ্রেডিং কমিশনের একজন সদস্য।

করোনাভাইরাস মহামারির মধ্যে উশু খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক উশু ফেডারেশনের উদ্যোগে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ইরানি এই বিশেজ্ঞ অনলাইন ক্লাসের তৃতীয় সপ্তাহে কথা বলবেন। আইডব্লিউইউএফ এর ওয়েবসাইটে পুরো সূচি দেয়া আছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।