অনলাইনে চতুর্থ স্মার্ট তেহরান কংগ্রেস শুরু
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১

ইরানের রাজধানী তেহরানে ‘স্মার্ট তেহরান’ এর চতুর্থ আন্তর্জাতিক অনলাইন কংগ্রেস শুরু হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারচুয়ালি আন্তর্জাতিক এই কংগ্রেস শুরু হয়। দুই দিনব্যাপী ইভেন্টে সমবেত হচ্ছেন নগর ব্যবস্থাপক, আইসিটি নীতি-নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
স্মার্ট তেহরান এর এবারের কংগ্রেসের স্লোগান ‘‘কোভিড-১৯ যুগ ও কোভিড-১৯ বিহীন যুগে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পরিষেবা, স্মার্ট শহর”। এতে করোনাভাইরাসের সময় ও করোনা পরবর্তী স্মার্ট নগর গড়ে তোলার ওপর নজর দেয়া হচ্ছে।
কংগ্রেসে দেশীয় ও আন্তর্জাতিক জ্যেষ্ঠ প্রযুক্তি ব্যবস্থাপক ও ব্যক্তিত্বরা বক্তব্য রাখবেন। এছাড়া কংগ্রেসের ফাঁকে বিশেষ বৈঠক, টিউটোরিয়াল কর্মশালা ও টকশো অনুষ্ঠিত হবে। ৬ জুলাই কংগ্রেসের পর্দা নামবে।
এরআগে মোহাম্মাদ আলি নাজাফি মেয়র থাকাকালীন ২০১৭ সালে প্রথম স্মার্ট তেহরান কংগ্রেস অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।