বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অনলাইনে ইরানের দর্শনীয় স্থান ভ্রমণ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২০ 

news-image

ঘরে বসে অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্তর থেকে ইরানের কোহগিলুয়েহ ও বোয়ার-আহমেদ প্রদেশের দর্শনীয় স্থানগুলোর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে। প্রাদেশিক পর্যটন প্রধান মজিদ সাফাই শনিবার এই তথ্য জানান।

তিনি বলেন, প্রদেশের ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক দৃশ্য ও হ্যান্ডিক্র্যাফ্ট অনলাইন দর্শনার্থীদের কাছে তুলে ধরার জন্য কয়েকটি ভিডিও ও প্রোগ্রাম তৈরি করা হয়েছে। করোনা ভাইরাস মহামারি শেষ না হওয়া পর্যন্ত এই ভ্রমণ সেবা চালু থাকবে বলে তিনি জানান।

প্রাদেশিক পর্যটন দপ্তরের দেয়া তথ্যমতে, ইরানি বছর ১৩৯৭ সালে ৪০ লক্ষাধিক দর্শনার্থী কোহগিলুয়েহ ও বোয়ার আহমেদ প্রদেশ ভ্রমণ করে, যাদের বেশিরভাগ দেশীয় পর্যটক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।