শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অট্টালিকা ও মাদরাসার জন্য বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি চায় ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০২৩ 

news-image

পারস্য বাগান এবং ক্যারাভানসেরাইয়ের জন্য সম্মিলিতভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভের পর এবার নতুন স্বীকৃতির দিকে নজর ইরানের। বর্তমানে শীর্ষ অট্টালিকা, মাদরাসা, পাবলিক বাথহাউস এবং পায়রা টাওয়ারের জন্য বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি আদায়ে কাজ করছে দেশটি। ইরানের একজন পর্যটন কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন।

সাইয়েদ মাহদি মুসাভি-মোভাহেদ নামে ওই কর্মকর্তা বলেন, “সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য ঐতিহাসিক বাড়ি, মাদরাসা, পাবলিক বাথহাউস এবং পায়রা টাওয়ারের মতো একগুচ্ছ সম্পত্তিকে  মনোনীত করতে একটি নীতি গ্রহণ করেছে। শনিবার বার্তা সংস্থা আইআরএনএ এই খবর প্রকাশ করে।

গত মাসে রাস্তার ধারে অবস্থিত ইরানের ৫৪ শতাব্দীর পুরানো সরাইখানাগুলো ‘দ্য পার্সিয়ান ক্যারাভানসেরাই’ নামে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে। এরআগে জাতিসংঘের সংস্থাটি ২০১১ সালে পারস্য বাগানগুলোকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। এই তালিকায় দেশটির কয়েক প্রদেশের নয়টি বাগান রয়েছে।

সূত্র: তেহরান টাইমস