বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অটো পার্টস উৎপাদনে ৮০ ভাগ স্বনির্ভর ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান অটো পার্টস উৎপাদনে ৮০ শতাংশ স্বনির্ভরতা অর্জন করেছে। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় কাঁচামালের দেশীয় উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে দেশটি অটো পার্টস উৎপাদনে ৯০ শতাংশ স্বনর্ভিরতা অর্জন করবে। শনিবার ইরানের অটো পার্টস  উৎপাদক সমিতির সেক্রেটারি মজিয়ার বেয়গলু এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, দেশের ম্যানুফ্যাকচারিং ও কর্মসংস্থান খাতকে চাঙ্গা করতে দেশীয় পার্টস উৎপাদকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। পাশাপাশি তারা অটো শিল্পের মধ্যবর্তী হিসেবে নেতৃস্থানীয় ভূমিকা রাখবে। আগামী বছরে অটো শিল্পে উৎপাদন বাড়বে বলে ইরান প্রত্যাশা করছে বলে জানান এই কর্মকর্তা।

এ প্রসঙ্গে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মেহদি সাদেকি নিয়ারাকি বলেন, সরকার ও শিল্প মন্ত্রণালয়ের সকল পলিসি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করে। পাশাপাশি এটা দেশীয় উৎপাদন জোরদারকরণে শুল্কসহ প্রয়োজনীয় সব আইন ও নিয়মকানুনকে সমর্থন করে, যা অধিকতর স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে। সূত্র: মেহের নিউজ এজেন্সি।