অঞ্চলে সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি রয়েছে ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০

অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিজ্ঞান-ভিত্তিক কোম্পানি রয়েছে ইরানের। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি এই তথ্য জানান।
সাত্তারি বলেন, অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক কোম্পানি রয়েছে। বর্তমানে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং নিয়ে কাজ করা একটি কোম্পানিতে ৫শ মানুষ কাজ করছে। এটা একটা দেশের জন্য সম্মানের।
তিনি বলেন, অঞ্চলে ফিনটেক, আইসিটি, স্টেম সেল, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ইরান নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ইরানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের আর্থিক প্রযুক্তির (ফিনটেক) প্রতি বিশেষ মনোযোগ দেয়া উচিত। যা এই খাতে নতুন একটি খেলোয়াড়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।