শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক উদ্ভাবনী দেশ ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০২২ 

news-image

বৈশ্বিক উদ্ভাবনী সূচকে মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক উদ্ভাবনী দেশ এবং নিম্ন-মধ্যম আয়ের দেশগুলির মধ্যে তৃতীয় ইরান। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই ২০২২) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।২০২১ সালের তুলনায় ৭ ধাপ উপরে উঠে ইরান বিশ্বে ৫৩তম স্থানে রয়েছে। জিআইআই ২০২২ মতে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতির দেশ এবং চীন বিশ্বের ১০টি উদ্ভাবনী দেশে প্রবেশের পথে রয়েছে।শীর্ষ আন্তর্জাতিক কোম্পানিগুলি গবেষণা ও উন্নয়ন ব্যয় প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ২০২১ সালে ৯০০ বিলিয়ন ডলারে উন্নীত করে, যা ২০১৯ সালের তুলনায় (মহামারির আগে) বেশি। এই বৃদ্ধির চালিকা শক্তি ছিল প্রধানত চারটি শিল্প ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হার্ডওয়্যার এবং বৈদ্যুতিক সরঞ্জাম’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সফ্টওয়্যার এবং পরিষেবা’, ‘ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি’ এবং ‘নির্মাণ ও শিল্প ধাতু’। সূত্র: তেহরান টাইমস।