অঞ্চলের অন্যতম সফল ওষুধ রপ্তানিকারক ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৪

অঞ্চলের অন্যতম সফল ওষুধ রপ্তানিকারক দেশ ইরান। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) প্রধান সাইয়্যেদ হায়দার মোহাম্মাদি শ্বাসযন্ত্রের ওষুধ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরানের ওষুধ শিল্প নিয়ে অনেক কিছু বলার আছে।
আইএফডিএ চেয়ারম্যান বলেন, ‘আমরা এই অঞ্চলের সবচেয়ে সফল ওষুধ রপ্তানিকারকদের একজন। আমাদের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আমরা যে ওষুধগুলি উৎপাদন করতে পেরেছি তা আমদানি করতে চাইলে তা আমাদের পক্ষে সম্ভব হবে না। সূত্র: মেহর নিউজ