অচল বোয়িং-৭৩৭ বিমান মেরামতের মাধ্যমে সচল করল ইরানি এয়ারলাইন্স
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
অভ্যন্তরীণভাবে যাত্রীবাহী বোয়িং বিমান মেরামতে আরেক ধাপ অগ্রগতি অর্জন করেছে ইরান। ইরানের একটি এয়ারলাইন্স অচল হয়ে পড়ে থাকা একটি বোয়িং-৭৩৭ বিমান পরিপূর্ণ মেরামতের মাধ্যমে আবার সচল করেছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আসমান এয়ারইলাইনের বিমানটি শনিবার দেড় ঘণ্টার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এর আগে ইরানি টেকনিশিয়ানরা বিমানটির কেবিন এবং কার্গো সেকশনে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা চালান এবং দুটি ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণ পরিবর্তন করেন।
ইরনা জানায়, ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নিস্ক্রিয় করে দেয়ার লক্ষ্যে অচল বোয়িং বিমানগুলো সচল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোয়িং-৭৩৭ বিমানটি সচল করার ফলে আসমান এয়ারলাইন্সের দৈনিক আসন সংখ্যা ৮০০তে উন্নীত হয়েছে। এর আগে আসমান এয়ারলাইন্স একটি অচল ফকার-১০০ বিমানের ইঞ্জিন পরিবর্তন করে সেটিকে সচল করে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিনের অভাবে ইরানে প্রায় ১০০টি যাত্রীবাহী বিমান অচল হয়ে রয়েছে। এসব বিমানকে সচল করার কাজে ইরানের এয়ারলাইন্সগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার। চলতি মাসের গোড়ার দিকে ইরানের কেশম এয়ার ঘোষণা করেছিল, তারা ১১ বছর ধরে অচল হয়ে পড়ে থাকা একটি এয়ারবাস-এ৩২০ বিমান প্রয়োজনীয় মেরামতের পর সচল করেছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে নতুন যাত্রীবাহী বিমান কেনাও সম্ভব নয়।সে কারণে ইরানের বিমান সংস্থাগুলো তৃতীয় দেশগুলোর কাছ থেকে সেকেন্ড-হ্যান্ড বিমান কিনে তাদের প্রয়োজন মেটাচ্ছে।পার্সটুডে/