সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অঙ্গদাতার কার্ড রয়েছে ৩০ লাখ ইরানির

পোস্ট হয়েছে: মে ২২, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে অঙ্গ-প্রত্যঙ্গ দাতার কার্ড রয়েছে ৩০ লাখ নাগরিকের এবং অনলাইনে অঙ্গ দানের সম্মতি জানিয়ে ফর্ম পূরণ করেছে দেশটির দশ শতাংশ জনগণ। ইরানের যক্ষা এবং ফুসফুস রোগবিষয়ক জাতীয় গবেষণা ইনস্টিটিউট মাসিহ দানেশভারি হাসপাতালের অঙ্গ-প্রত্যঙ্গ প্রক্রিয়াকরণ কর্মসূচির প্রধান ফারাহনাজ সাদেক বেইগি এই তথ্য জানিয়েছেন।

রোববার ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়, ২১ মে জাতীয় অঙ্গ দান দিবসের অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ১৯৮৯ সালের এ দিনে ইরানের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনী অঙ্গ-প্রত্যঙ্গ দানের বৈধতা দিয়ে অধ্যাদেশ জারি করেন। সে থেকে দিনটির স্মরণে প্রতি বছর ২১ মে অঙ্গ দান দিবস পালন করে ইরান।

সাদেক বেইগি জানান, মস্তিষ্ক মৃতের মূল কারণ সড়ক দুর্ঘটনা। আক্ষেপ করে তিনি বলেন, ময়না তদন্তে ৪ হাজার মস্কিষ্ক মৃতের ঘটনা পাওয়া গেলেও এদের মধ্যে অঙ্গ দান করেছেন মাত্র ১ হাজার জন।

হাসপাতাল ব্যবস্থাপক আলি আকবার বেলায়েতি জানান, তার হাসপাতালে অঙ্গ সংযোজনের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন প্রায় ১০ হাজার জন। সূত্র: তেহরান টাইমস।