অক্সফোর্ড মিউজিয়ামে ইসলামি শিল্প প্রদর্শনী
পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/10/10470_328-1.jpg)
ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের ‘অ্যাশমুলিন‘ নামক প্রত্নতত্ত্ব আর্ট মিউজিয়ামে ইসলামি শিল্প প্রদর্শনী শুরু হয়েছে।‘ক্ষমতা ও সুরক্ষা‘ নামের এই প্রদর্শনীতে গত কয়েক শতকের মুসলমানদের আশা ও ভয়সমূহের আলোকে বিভিন্ন শিল্প ও ছবি দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীতে ইরাকের মসুল শহর থেকে সুদানের দারফুর শহরে বসবাসকৃত মুসলমানদের জীবনযাত্রার মান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
এছাড়াও ঐতিহাসিক এই প্রদর্শনীতে ইসলাম ধর্মের বিভিন্ন বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন মাযহাবের বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে। দর্শকরা ব্যাপক আগ্রহের সাথে এই প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন। অক্সফোর্ড ফাউন্ডেশনের ধর্মীয় নেতা বলেন: এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ইসলাম ধর্মের গুরুত্ব বৃদ্ধি পাবে।
আগামী বছরের ১৫ই জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে প্রদর্শনীতে উপস্থিত হতে পারবে। সূত্র: ইকনা