রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৭ম আরবাইন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২ 

news-image

সপ্তম আরবাইন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ইভেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রাজধানী তেহরানে ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের সদর দফতরে সমাপনী অনুষ্ঠিত হয়।বিচারক প্যানেলের প্রতিনিধি আমির আলী জাভাদিয়ান জানান, ইভেন্ট সচিবালয়ে ফটোগ্রাফি, চলচ্চিত্র, বইসহ বিভিন্ন বিভাগে ১ হাজার ৮০ জন ব্যক্তির কাছ থেকে মোট ৪ হাজার ৮শটি কাজ জমা পড়ে।ফটোগ্রাফি বিভাগে সেরার খেতাব জিতেছেন ইরাকের আহমেদ আব্দুল আমির। এরপরে যথাক্রমে রয়েছেন ইরানের হাদি দেহানপুর ও তুরস্কের আরজান আরসালান।ইরানের মোহাম্মদ ফারাজ সালেহি পেশাদার চলচ্চিত্রে ১ম অবস্থান লাভ করেছেন এবং এই বিভাগে ইরানের রুহুল্লাহ আসাদি কিয়াদেহিকে রানারআপ ঘোষণা করা হয়। এরপরে রয়েছেন ইরানের মোহাম্মদ আজিজি এবং আজারবাইজান প্রজাতন্ত্রের এলচিন আগাজাদা। সূত্র: ইকনা।