শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৫ নতুন ওষুধ উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি নতুন ওষুধ উন্মোচন করেছে। প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে এসব ওষুধ উন্মোচন করেন।

ইরানের বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠানের তৈরি এসব ওষুধ চিকিৎসা খাতে জাতীয় ব্যয় হ্রাসে সহযোগিতা করবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

তিনি নতুন ওষুধ উন্মোচনের পর বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে বিজ্ঞান ভিত্তিক উৎপাদন বাড়ানোকে সরকার সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে।

নতুন ফার্সি বছরের বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা বিজ্ঞান ভিত্তিক উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, এ বছরের শ্লোগান হচ্ছে উৎপাদন: বিজ্ঞান ভিত্তিক ও কর্মসংস্থান সৃজনকারী।

সর্বোচ্চ নেতার এই ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট রায়িসি বলেছেন, এই শ্লোগানকে বাস্তবে রূপায়িত করতে বিজ্ঞান ও প্রযুক্তি পার্কগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নতুন ওষুধ উন্মোচনের পর প্রেসিডেন্ট রায়িসি তেহরানে কয়েকটি বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠান ওষুধ তৈরির সঙ্গে জড়িত। মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ কিনতে পারে তা নিশ্চিত করতে বলেছেন তিনি। পার্সটুডে