৫০টি রেল প্রকল্প বাস্তবায়ন করবে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৬
ইরান অন্তত অর্ধশত রেলপথ প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। দেশটির রেলওয়ের কারিগরী ও অবকাঠামো উপপ্রধান সাইয়্যেদ মোহাম্মদজাদেহ এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে এধরনের রেল প্রকল্প বাস্তবায়নে দুর্ঘটনা প্রবণ এলাকা হ্রাস পাবে এবং দ্রুত ও সহজলভ্য যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। এসব প্রকল্পের কোনো কোনটি সমাপ্ত হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় আছে।
এর আগে গত মধ্য জুনে ইরান সরকার ঘোষণা করে দেশটিতে রেলওয়ে প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগে কেউ এগিয়ে আসলে তাদের বিশেষ সুবিধা দেয়া হবে। এছাড়া তেল সাশ্রয় ও পণ্য পরিবহন খরচ কমিয়ে আনতে রেল প্রকল্পে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সূত্র: তেহরান টাইমস