শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৪,১০০ কোটি ডলারের তেল রপ্তানি করবে ইরান: জাঙ্গানে

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০১৭ 

news-image

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে আশা প্রকাশ করে বলেছেন, তার দেশ চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ৪,১০০ কোটি ডলার মূল্যের তেল ও তেলজাত পণ্য রপ্তানি করতে পারবে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের গত নয় মাসে ইরান ২,৮৭০ কোটি ডলারের তেল রপ্তানি করেছে।

২০১৬ সালের ২১ মার্চ চলতি ফার্সি বছর শুরু হয়েছে এবং আগামী ২০ মার্চ তা শেষ হবে।

তেল রপ্তানি থেকে অর্জিত অর্থ ইরানের চলতি জাতীয় বাজেটে হাতে নেয়া অর্থনৈতিক প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট বলেও তিনি মন্তব্য করেন। জাঙ্গানে বলেন, তেল ও তেলজাত পণ্য রপ্তানির সব অর্থ তেহরান সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এবং কোনো দেশ নিষেধাজ্ঞার সময়ের মতো এই অর্থ আটকে রাখছে না।

ইরানের তেলমন্ত্রী বলেন, পরবর্তী অর্থ-বছরের জন্য প্রেসিডেন্ট রুহানির সরকার যে বাজেট প্রণয়ন করবে তাতে তেলের দাম ব্যারেলপ্রতি ৫৫ ডলার ধরা হয়েছে।

জাঙ্গানের আগে রোববার ইরানের তেল বিষয়ক উপমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া জানিয়েছিলেন, চলতি ফার্সি বছরের প্রথম নয় মাসে ইরান প্রায় ৩,০০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করেছে। পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর দেশটির তেল রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। সূত্র: পার্সটুডে।