রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩০ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০১৬ 

news-image

আগামী সপ্তাহে ইরানের আটককৃত আরো ৩০ বিলিয়ন ডলার ফেরত পেতে যাচ্ছে দেশটি। ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ শুরু হওয়ার পর বিদেশের ব্যাংকগুলোতে যে অর্থসম্পদ আটকে রাখা হয়েছিল তা পর্যায়ক্রমে ছাড় দেয়া হচ্ছে। পারমাণবিক শক্তি ব্যবহারে আন্তর্জাতিক সংলাপে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের সমঝোতা হওয়ার পর খুব শিঘ্রই দেশটির ওপর থেকে অবরোধ তুলে নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে ইরানের আটককৃত অর্থসম্পদ ধীরে ধীরে ছেড়ে দেয়া হচ্ছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ওয়ালিওল্লাহ শেইফ বিষয়টি নিশ্চিত করেছেন। ফিনান্সিয়াল ট্রিবিউন

ইরানের গভর্নর বলেছেন, আন্তর্জাতিক লেনদেনে দীর্ঘদিন ধরে আটকে রাখা ইরানের এ অর্থ ফেরত এলে দেশটির স্থানীয় অর্থনীতিকে তা গতি দেবে।