মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০১২ অলিম্পিক স্বর্ণপদক পেলেন ইরানের নাসিরশেলাল

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২০ 

news-image

২০১২ অলিম্পিক গেমসের স্বর্ণপদক পাচ্ছেন ইরানের ভারোত্তোলক নবাব নাসিরশেলাল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এই তথ্য নিশ্চিত করেছে।

ডোপিং টেস্টে নিষিদ্ধ ঘোষিত উপাদান পাওয়ায় স্বর্ণজয়ী ওলেকসি তোরোকতিকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে এই স্বর্ণপদক লাভ করেন ইরানের নাসিরশেলাল।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১২ লন্ডন অলিম্পিকের ফলাফল থেকে তোরোকতির নমুনা পুনরায় বিশ্লেষণ করা হয়। প্রতিযোগিতা চলাকালে ডোপিং টেস্টের জন্য তার দেওয়া ইউরিন নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ঘোষিত উপাদান পাওয়া গেছে।

লন্ডন অলিম্পিকে পুরুষদের ১০৫ কেজি ভারোত্তোলন ইভেন্টে প্রথম ও চতুর্থ স্থান অধিকারীরা অযোগ্য ঘোষিত হয়েছেন। সুতরাং ইরানি ভারোত্তোলককে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। ভিডিও কনফারেন্সে এক গঠনমূলক বৈঠকে বিষয়টি নিশ্চত করেছে আইওসি। সূত্র: তেহরান টাইমস