শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

১শ’ এয়ারবাস ক্রয়ে ১টি বিমান ফ্রি!

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৭ 

news-image

ফ্রান্সের বিমান তৈরি প্রতিষ্ঠান এয়ারবাস’এর কাছ থেকে ১শ’ টি সুপরিসর বিমান কিনছে ইরান। এজন্যে একটি এয়ারবাস এ-থ্রিটুজিরো ফ্রি পাচ্ছে দেশটি। দেশটির সড়ক ও শহর উন্নয়ন উপমন্ত্রী আসগার ফাকরি-কাশান এতথ্য জানিয়েছেন। ফিনান্সিয়াল ট্রিবিউন

ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের প্রধান হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করার পর ফারহাদ পারভারেশ অন্য দায়িত্বে চলে যাচ্ছেন। এ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মত একজন নারী ফারজানেহ সারাফবাফি। তিনি মহাকাশ বিদ্যায় পিএইচডি করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ফ্রান্সের সঙ্গে বিমান ক্রয়ে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারের বাজার মূল্য নিয়ে যে দরকষাকষি চলছে তা ১০ বিলিয়ন ডলারেই ১শ’ টি বিমান ক্রয়ের পর্যায়ে পৌঁছেছে। বিমানের আন্তর্জাতিক বাজার ও অন্যান্য বিষয় বিবেচনা করেই এটি সম্ভব হয়েছে। এ পর্যন্ত ৩টি এয়ারবাস এসে নেমেছে তেহরানে। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।