শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হোম কোয়ারেন্টাইন: ইরানি গায়কদের অনলাইন কনসার্ট

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে ইরানে লকডাউনে রয়েছে সকল মিউজিক হল, সিনেমা থিয়েটার ও থিয়েটার হলগুলো। অন্যদিকে ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাসাবাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন গোটা দেশবাসী। তাই করোনার দিনগুলো আনন্দময় করে তুলতে বাসাবাড়িতে থাকা এসব মানুষদের বিনোদনে অনলাইন কনসার্টের আয়োজন করেছে ইরানের কিছু সংখ্যাক জনপ্রিয় গায়ক।

ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রণালয়ের মিউজিক অফিসের সহযোগিতায় এই কনসার্টের আয়োজন করেছে তেহরান পৌরসভা। তেহরান মিলাদ টাওয়ারে আয়োজিত কনসার্টটি কয়েকটি ইরানি ভিডিও শেয়ারিং ও চলচ্চিত্র সম্প্রচার ওয়েবসাইটে সম্প্রচার করা হচ্ছে। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টিভিএ, আপারাত, হাশুর ও আইসিনেমা।

অনলাইন কনসার্টে যোগ দেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন গায়ক রেজা ইয়াজদানি, রুজবেহ বেমানি, হামিদ আসগারি, রেজা সাদেকি ও হামিদ হামি। রাস্তাক, জুয়ানা ও গিল-ও-আমার্দ এর মতো সঙ্গীত ব্যান্ডগুলো এতে পারফর্ম করছে। গত ২৭ মার্চ শুরু হওয়া অনলাইন কনসার্টটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস