হুইলচেয়ার বাস্কেটবলে দ. কোরিয়াকে হারালো ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০১৯
ইন্টারন্যাশনাল হুইলচেয়ার বাস্কেটবল ফেডারেশন (আইডাব্লিউবিএফ) এশিয়া ওসেনিয়া চ্যাম্পিয়নশিপে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ইরানের পুরুষ দল। বুধবার থাইল্যান্ডের পাতায়া শহরে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ইরানি দলে সর্বোচ্চ স্কোর করেন অমিদ হাদিয়াঝার। তিনি সংগ্রহ করেন ২৩ পয়েন্ট। অন্যদিকে কোরীয় দলে সর্বোচ্চ স্কোর ২২ পয়েন্ট লাভ করেন ডঙ হিউন জিম। বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে লড়বে ইরান।
এর আগে ইরানের নারী বাস্কেটবল দল ৪১-২৫ পয়েন্টে প্রতিপক্ষ আফগান দলকে পরাজিত করে। বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে ইরানি মেয়েরা।
পাতায়ার ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস সেন্টারে চলমান আইডাব্লিউবিএফ এশিয়া ওসেনিয়া চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে ৭ ডিসেম্বর। এবারের টুর্নামেন্টে ১৪টি পুরুষ দল ও আটটি নারী দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।