শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হিজাব পরার অনুমতি পেল ইরানের নারী জিমন্যাস্টরা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০১৯ 

news-image

আন্তর্জাতিক ইভেন্টে হিজাব পরে প্রতিযোগিতা করার অনুমতি পেল মুসলিম নারী জিমন্যাস্টরা। আন্তর্জাতিক জিমস্যাস্টিক ফেডারেশন (এফআইজি) এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ইরান জিমন্যাস্টিক ফেডারেশনের প্রেসিডেন্ট জাহরা ইনচে দারগাহি।

তিনি জানান, এফআইজি মুসলিম জিমন্যাস্টদের ইসলামি পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে দিতে অ্যাথলেটদের পোশাকবিধি সংস্কার করেছে।

দারাগাহি বলেন, ‘‘আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নেল্লি কিমের সাথে কথা বলেছি এবং অ্যাক্রোব্যাটিক বিভাগে আমাদের মেয়েদের হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্য তাকে বুঝাতে সক্ষম হয়েছি। আমার আশা অন্যান্য খেলাধুলায়ও আন্তর্জাতিক ফেডারেশন তাদের নিয়মকানুনে পরিবর্তন আনবে।’’

উল্লেখ্য, ফিফার নিয়মকানুনে পরির্বতন আনার পর এখন এশিয়ান চ্যাম্পিয়নশিপে হিজাব পরে অংশ নিতে পারে ইরানের নারী ফুটবলাররা। এরপর থেকে সাম্প্রতিক বছরগুলোতে তারা ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। সূত্র: তেহরান টাইমস।