মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হাঙ্গেরিতে ‘গ্রেপ সিজন’র সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: মে ২৯, ২০২২ 

news-image
নির্মাতা বেহরুজ খোররাম পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘গ্রেপ সিজন’ হাঙ্গেরির মিডিয়াওয়েভ চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।
ইলহাম নামি এবং বেহরুজ খোররাম রচিত ২৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্যটি ২০২০ সালে যুক্তরাজ্যে চিত্রায়িত হয়। সিনেমাটিতে একটি রোমান্টিক সম্পর্কের সমাপ্তির একটি শান্তিপূর্ণ বর্ণনা তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির একটি সংক্ষিপ্ত সংলাপ এমন যে, “আমরা এর আগে তেহরানে একে অপরের সাথে কথা বলেছি। আমার মা এবং আমি এখানে কিছু একা সময় কাটাতে এসেছি।’’
ইলহাম নামি, বেহরুজ খোররাম এবং আমির-আলি কানবারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।