শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্পেনে ইসলামি বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০১৬ 

news-image

স্পেনের উত্তারাঞ্চলীয় স্বশাসিত ‘বাস্ক কান্ট্রি’র ‘সান সিবাস্টিয়ান’ শহরে প্রতিষ্ঠিত হল প্রথম ইসলামি বিশ্ববিদ্যালয়।

আল-কুদস আল-আরাবি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর ‘আদল ওয়া ইহসান’ ইসলামিক সোসাইটি’র নেতা ‘রাশিদ বু তারবুশে’র উদ্যোগে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

এ বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব গ্রহণকারী মরক্কোর ‘ইসলামিক সোসাইটি’র প্রবাস বিভাগের শীর্ষস্থানীয় নেতা রাশিদ বু তারবুশ বিশ্ব মুসলিম ওলামা ইউনিয়ন ও মরক্কো ওলামা পরিষদ সদস্য এবং স্পেনের ইমাম পরিষদের প্রেসিডেন্ট।

স্পেনের উত্তারাঞ্চলীয় স্বশাসিত ‘বাস্ক কান্ট্রি’র ‘সান সিবাস্টিয়ান’ শহরের ইসলামি বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইসলামি বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যে।

এর মাধ্যমে, হল্যান্ডের রাটার্ডাম ইসলামি বিশ্ববিদ্যালয়সহ ইউরোপের অন্যান্য ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে আরো একটি ইসলামি বিশ্ববিদ্যালয় যুক্ত হল।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় স্পেনের এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।

রাশিদ বুতারবুশ বলেন, ইউরোপে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন সময়ে এ ইসলামি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হল।

প্রসঙ্গত, ১৯৯২ সালে স্পেনে ইসলাম ধর্মকে আসমানী ধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং এরপর থেকে মুসলমানরা তাদের ধর্মীয় শিক্ষাচর্চার সুযোগ পাচ্ছে।সূত্র: ইকনা