শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্টেম সেল উৎপাদনে মধ্যপ্রাচ্যে ১৭ ধাপ এগোলো ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০১৯ 

news-image
স্টেম সেল তথা মৌলিক কোষ উৎপাদনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তালিকায় ১৭ ধাপ অগ্রগতি হয়েছে ইরানের। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির স্টেম সেল ডেভেলপমেন্ট সদর দপ্তরের সচিব আমির আলি হামিদেহ এই তথ্য জানিয়েছেন। 
 
তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ও একাদশ ন্যাশনাল বায়োটেকনোলজিক্যাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বুধবার তেহরানের রাজী ইন্টারন্যাশনাল কনফারেন্স হলের অ্যামফিথিয়েটারে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। সম্মেলন ১ সেপ্টেম্বর শুরু হয়ে চলে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় আলি হামিদেহ বলেন, ইরানি গবেষকরা তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোর প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে স্টেম সেল উৎপাদনে অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছে। 
 
উল্লেখ্য, বিশ্বে জিন থেরাপি, সেল থেরাপি, টিস্যু ইঞ্জিনিয়ারিং ও পুনরুজ্জীবনী ওষুধ নিয়ে ১ হাজার ৬০টির অধিক ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। নিকট ভবিষ্যতে এর মধ্যে ৯৩টি ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে বাণিজ্যিকভাবে। ইরানে প্রায় ৮৬টি ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয় বলে জানান স্টেম সেল ডেভেলপমেন্ট সদরদপ্তরের সচিব। সূত্র: মেহর নিউজ এজেন্সি।