রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সেল থেরাপিতে ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানির উন্নতি

পোস্ট হয়েছে: মে ২১, ২০২৩ 

news-image

ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো সেল থেরাপির ক্ষেত্রে ভালো অগ্রগতি করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্সি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির স্টেম সেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির উন্নয়ন বিভাগের সচিব আমিরালি হামিদিয়ে বলেছেন, জ্ঞান-ভিত্তিক অর্থনীতি সেল থেরাপির ক্ষেত্রে অগ্রগতির গতিতে প্রবৃদ্ধি লাভ করেছে।

হামিদিয়ে তেহরানের মোতাহারি হাসপাতালে স্কিন সেল থেরাপি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এটি চালু করেছে ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স।

স্টেম সেল এবং রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে ভাইস প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, ‘ইরান ইউনিভার্সিটি তার বিশেষায়িত হাসপাতালের কারণে স্কিন সেল থেরাপির ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।’ সূত্র: মেহর নিউজ।