‘সেকেন্ডহ্যান্ড টাইম’কে স্বাগত জানালেন ফার্সি পাঠকরা
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3794022.jpg)
বেলারুশের নোবেল লরিয়েট স্বেতলানা আলেক্সিভিচের ‘সেকেন্ড হ্যান্ড টাইম:দি লাস্ট অব দি সোভিয়েটস’ বইটির পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে ইরানে। ২০১৯ সালে আব্দোলমাজিদ আহমাদি রুশ ভাষা থেকে বইটি প্রথম ফারসি অনুবাদ করেন যেটি চাশমে প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশ করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে নতুন রাশিয়ার অভ্যুদয়ের মৌখিক বর্ণনা বইটিতে উঠে এসেছে। প্রামাণ্য ধারা বর্ণনার মত বইটিতে অনেক কৃতিজনের বর্ণনা উঠে এসেছে। সোভিয়েত সংস্কৃতির পতন ও কম্যুনিজমের ধূলিকণা থেকে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় এসব বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে বইটিতে। কখনো নারী বা কখনো পুরুষের কণ্ঠে আলেক্সিভিচের ধারা বর্ণনা উঠে এসেছে বইতে। ব্যক্তিগত বা বিভিন্ন অভিজ্ঞতার ঝুলিতে শক্তিশালী বিকল্প ইতিহাস কথা বলেছে আলেক্সিভিচের বইতে।
১৯৪৮ সালে ইউক্রেনে আলেক্সিভিচ জন্মগ্রহণ করলেও বেলারুশে বেড়ে ওঠেন তিনি। সাংবাদিক হিসেবে তিনি তার পেশাগত দায়িত্বপালন শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই মিনস্কে। সোভিয়েট-আফগান যুদ্ধ, বার্লিন ওয়ালের পতন বা চেরনোবিল দুর্ঘটনার মতো অনেক ঘটনার তিনি যেনো জীবন্ত স্বাক্ষী। লুকাশেঙ্কো শাসনামলে তাকে পালিয়ে আসতে বাধ্য করা হয়। এরপর তিনি প্যারিস, গোথেনবার্গ ও বার্লিনে বাস করতে শুরু করেন। তেহরান টাইমস