বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিস্টার সিটি চুক্তি করছে হামেদান ও বুখারা

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২১ 

news-image

ইরানি শহর হামেদান ও উজবেকিস্তানের ঐতিহাসিক শহর বুখারার মধ্যে শিগগিরই সিস্টার সিটি চুক্তি সই হতে যাচ্ছে। দুই শহরের মানুষদের মাঝে সাংস্কৃতিক বিনিময় ও পর্যটনের বিকাশে এই চুক্তি সই করা হবে বলে জানিয়েছেন হামেদান সিটি কাউন্সিলের সদস্য হোসেইন কারাবাগি।

‘সিস্টার সিটি’ বলতে মূলত দুটি রাষ্ট্রের ভিন্ন ভিন্ন শহরের মানুষের মধ্যে আন্তঃনাগরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে বন্ধু রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চুক্তিতে আবদ্ধ হওয়াকে বোঝায়। এই চুক্তির উদ্দেশ্য দুই নগরের মাঝে সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করা।

রোববর আইআরএনএ এর প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি সই করলে ইরান ও উজবেকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও পর্যটন কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি প্লাটফর্ম তৈরি করা হবে। এ পর্যন্ত হামেদান চারটি শহরের সাথে সিস্টার সিটি চুক্তি সই করেছে। সূত্র: তেহরান টাইমস।