সিএএফএ অনূর্ধ্ব-১৯ ফুটসাল চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২

সিএএফএ অনূর্ধ্ব-১৯ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে ইরান। শনিবার আলী সানির ছেলেরা তাদের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানকে ৭-১ গোলে পরাজিত করে প্রতিযোগিতার প্রথম সংস্করণ জিতে নেয়।
প্রতিযোগিতায় প্রতিটি দল রাউন্ড রবিনের ভিত্তিতে চারটি করে ম্যাচ খেলে। ইরান আফগানিস্তানের বিরুদ্ধে ১০-৩ ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে এবং তাজিকিস্তান (২-১) এবং কিরগিজ প্রজাতন্ত্রকে (৬-১) ব্যবধানে হারায়। সিএএফএ অনূর্ধ্ব-১৯ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। ‘ফেয়ার প্লে’ পুরস্কারও জিতেছে ইরান। সূত্র: তেহরান টাইমস।