সাইবার প্রযুক্তিতে সক্রিয় শীর্ষ দশ দেশের তালিকায় ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০১৯

সাইবারস্পেস প্রযুক্তিতে বিশ্বে সক্রিয় শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সোমবার মিউজিয়াম অব ইসলামিক রেভ্যুলেশন অ্যান্ড হলি ডিফেন্সের ব্যবস্থাপনা পরিচালক আলি আসকার জাফরি এই তথ্য জানিয়েছেন।
‘‘হলি ডিফেন্স অ্যান্ডি রেজিস্টেন্স ইন সাইবারস্পেস’’ অ্যাক্টিভিস্টদের প্রথম সেমিনারে তিনি এই তথ্য জানান। আসকার বলেন, সম্প্রতি শহীদদের জানাজায় জনগণ আবারও দেখিয়ে দিয়েছে শহীদদের মানুষ কখনও ভুলে যায় না, তারা সবসময়ই মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
তিনি তরুণ প্রজন্মের পবিত্র প্রতিরক্ষার মূল্যবোধ সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বলেন, ইসলামি বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষার মহিমান্বিত মূল্যবোধের সুরক্ষায় সাইবারস্পেস একটি যুৎসই সুযোগ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।