শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বাড়ালো ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৫

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রায় অর্ধেক বাড়িয়েছে ইরান। দেশের লাখ লাখ শ্রমিকের জীবনে মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর প্রচেষ্টা হিসেবে এই মজুরি বাড়ানো হয়েছে।
রোববার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কাউন্সিল অব লেবার এর সদস্যরা ২১ মার্চ থেকে শুরু হওয়া নতুন ক্যালেন্ডার বছরের জন্য দেশটিতে ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। খবর প্রেস টিভির
এই মজুরি বৃদ্ধির ফলে আগামী ফারসি বছরে শ্রমিকদের প্রদেয় ন্যূনতম মজুরি প্রতি মাসে ১০৩ দশমিক ৯৯ মিলিয়ন রিয়াল বা প্রতিদিন ৩ দশমিক ৪৬৩ মিলিয়ন রিয়ালের বেশি হবে।
ইরানের শ্রম আইনের অধীনে প্রদেয় সর্বোচ্চ মজুরি হচ্ছে ন্যূনতম মজুরির সাত গুণ। সূত্র: মেহর নিউজ