শীর্ষ পিচিং পুরস্কার জিতলো ইরানি ছবি
পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২৩

বুলগেরিয়ার ইন দ্য প্যালেস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের পিচিং অ্যাওয়ার্ড বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন ইরানি পরিচালক শিরিন এখলাসি। আসন্ন প্রজেক্ট ‘জেন্টেলপাঙ্কস’ এর জন্য ৪ হাজার ইউরো মূল্যের শীর্ষ এই পুরস্কার জিতেছেন তিনি।
এই বিভাগে দেড় হাজার ইউরো মূল্যের দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইলিনা পেরিয়ানোভার “ক্রিসমাস ইভ”। ১ হাজার ইউরো মূল্যের তৃতীয় পুরস্কারটি যৌথভাবে পেয়েছে নেভেনা সেমোভা ও ইগর হ্রিস্টভের “স্টপ দ্য কার” এবং লিন্ডন হ্যানরাহানের “উইয়ার্ড ফিশস”। উৎসবের পার্শ্ব বিভাগেও বেশ কিছু চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। সূত্র: তেহরান টাইমস।