রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শহীদ হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের আজ জানাজা অনুষ্ঠিত হবে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ 

news-image

লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের শহীদ চেয়ারম্যান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের আজ জানাজা অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) বৈরুতে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়েছে। এই ফিলিস্তিনি আন্দোলন শহীদদের প্রতি আনুগত্যের উপর জোর দিয়ে এবং ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্তি করে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় জনগণের ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে।

লেবাননের হিজবুল্লাহর শহীদ মহাসচিবের পুত্র সাইয়্যেদ মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ তার বাবার জানাজায় যোগদানের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়ে এক বক্তৃতায় বলেন, “সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় অংশগ্রহণ করা হলো নিজের অবস্থান ঘোষণা করার এবং শহীদ নাসরাল্লাহর প্রতি বাস্তব ভালোবাসা প্রদর্শনের দিন।”

মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ বলেন, “শত্রু, বিরোধী এবং অশুভ কামনাকারীরা যেকোনো উপায়ে জানাজা অনুষ্ঠানটি যাতে না হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল।”

অধিকৃত জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাল্লাহ হান্না শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মহৎ অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এক বার্তায় বলেছেন, ‘আমরা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, তার সহকর্মী, ডেপুটি এবং যারা তার সাথে ছিলেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন, ফিলিস্তিনকে রক্ষা করেছিলেন এবং ফিলিস্তিনের জন্য চড়া মূল্য দিয়েছিলেন তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’

হান্না আরও বলেন, “ফিলিস্তিনি জনগণ আত্মসমর্পণের পতাকা উত্তোলন করবে না এবং তারা তাদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কারণ ফিলিস্তিনি অভিধানে আত্মসমর্পণ শব্দটির কোন স্থান নেই। পার্সটুডে/