শত্রুরা যুদ্ধ শুরু করলে নিশ্চিতভাবে পরাজিত হবে: ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০১৮
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সামরিক ক্ষেত্রের সব জায়গায় তার দেশের কর্তৃত্ব রয়েছে।
তিনি সোমবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, ‘আমি ঘোষণা করছি যে, আমরা শত্রুদের অনুপ্রবেশ প্রতিরোধ করেছি।” তিনি আরো বলেন, “আমরা শত্রুদের স্বার্থে সহজেই আঘাত করতে পারি।”
জেনারেল সালামি বলেন, “যদি শত্রুরা যুদ্ধ শুরু করে তাহলে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে।”
এর আগে রোববার তিনি বলেছেন, শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষমতা বাড়ানোর কৌশল নেয়া হয়েছে। শত্রুর বিমানবাহী রণতরীগুলোর মোকাবেলায় এ কৌশল নেয়া হয়েছে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় উদ্বিগ্ন হয়ে আমেরিকা এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। – পার্সটুডে।