লিডেন র্যাঙ্কিংয়ে ইসলামিক দেশগুলোর মধ্যে প্রথম ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/07/5069226.jpg)
লিডেন ইউনিভার্সিটি র্যাঙ্কিং সিস্টেম ২০২৪-এ বিশ্বব্যাপী শীর্ষ ১ হাজার ৫০৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইরানের ৪৬টি বিশ্ববিদ্যালয়। এবারের লিডেন র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক থেকে দেশটি ইসলামিক দেশগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।
এই বছরের র্যাঙ্কিংয়ে ইসলামিক দেশগুলির মোট ১৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র্যাঙ্কিংয়ে তুরস্ক ৪০টি, সৌদি আরব ১৬টি, মিশর ১৫টি এবং পাকিস্তান ১৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।
লিডেন র্যাঙ্কিংয়ে বৈজ্ঞানিক প্রভাব, সহযোগিতা, উন্মুক্ত-প্রবেশাধিকার প্রকাশনা এবং লিঙ্গ বৈচিত্র্য- ইত্যাদি সূচকের মাধ্যমে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির অবস্থান তুলে ধরা হয়।
ক্লারিভেট উত্পাদিত ওয়েব অব সায়েন্স ডাটাবেজের প্রকাশনার উপর ভিত্তি করে লিডেন র্যাঙ্কিং তৈরি করা হয়। সূত্র: তেহরান টাইমস