রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

লন্ডন উৎসবে ইরানি ছবি ‘মি. ডিয়ার’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৪, ২০১৯ 

news-image

যুক্তরাজ্যের লন্ডন আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ইরানি শর্ট অ্যানিমেশন ‘মি. ডিয়ার’। নির্মাতা মোজতাবা মুসাভির ছবিটি উৎসবটির এবারের ১৬তম আসরে লড়ছে।

ব্রিটেনের রাজধানীতে চলমান ১৬তম লন্ডন আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ৮ ডিসেম্বর।

২০ মিনিটের শর্ট অ্যনিমেশন ‘মি. ডিয়ার’ এর আগে এবছর দশম লন্ডন ইরানি চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে এবং বসনিয়া ও হার্জেগোভিনার বানজালুকা ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভালে লাভ করে বিশেষ পুরস্কার।

দশ দিনব্যাপী বাৎসরিক এই চলচ্চিত্র উৎসবে গালা প্রিমিয়ারস, রেটরোস্পেকটিভস, চলচ্চিত্র নির্মাতার সাথে প্রশ্নোত্তর পর্ব, কর্মশালা, দর্শক ভোট ও বেস্ট অব দ্যা ফেস্টিভাল স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।