রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০১৭
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও অমানবিক ঘটনাবলীর জন্য দেশটির সরকার এবং সেনাবাহিনীকে দায়ী করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে তেহরান।
ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবাখ্ত মঙ্গলবার সাংবাদিকদের জানান, কাজাখস্তানের রাজধানী আস্তানায় প্রেসিডেন্ট রুহানির সফর ছিল রোহিঙ্গা ইস্যুতে মুসলিম বিশ্বের জন্য আলোচনার বিশেষ সুযোগ।
নোবাখ্ত বলেন, রোহিঙ্গা মুসলমানদের এই অবর্ণনীয় কষ্টকর পরিস্থিতির কারণে ইরান দুঃখ প্রকাশ ছাড়াও নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সবকিছু করবে।
মিয়ানমারের সরকারি বাহিনী ও উগ্র বৌদ্ধ জঙ্গিদের হামলায় নিরস্ত্র নারী-শিশুসহ এ পর্যন্ত কয়েক হাজার সাধারণ রোহিঙ্গা মুসলমান মারা গেছে। এসব হত্যার কথা অস্বীকার করে মিয়ানমারের ‘কার্যত রাষ্ট্রপ্রধান’ ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি বলেছেন, কিছু কিছু গণমাধ্যম ভুয়া খবর ছড়াচ্ছে। – পার্সটুডে।