শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোম গ্যালারিতে ইরানি শিল্পীদের চিত্র প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুন ৯, ২০১৮ 

news-image

রোমের দোমাস রোমানা আর্ট গ্যালারিতে দেখানো হচ্ছে ইরানের ৬৮ শিল্পীর শিল্পকর্ম। এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে আঁকা ছবি, ক্যালিগ্রাফিক পেইন্টিং ও ছবি। গত ৫ জুন এই প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত।

আয়োজকরা জানান, ইরানি শিল্পী পারভিন হোসেইনিজাদেহর ‘পোলো’ পারভানেহ রাজ্জাকির ‘ইমাসিপেশন’, মরিয়ম খোররামির ‘ভেন্ডর’, হানি নাজমের ‘বাস’, আরেজু আকনামির ‘ড্রিম’ ও হাদি আবরির ‘পিস অ্যান্ড ওয়ার’ প্রদর্শনীতে দেখানোর জন্য বাছাই করা হয়েছে। এই চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘পারসিয়ান আর্ট’।

ইরানি যেসব শিল্পীর শিল্পকর্ম ‘পারসিয়ান আর্র্টে’ দেখানো হবে তারা হলেন- মরাদ ফাত্তাহি, খন্দন লোলাকি, আরজু মোজাফফরি, মোহাম্মদ-হাদি ফাদভি, জামশেদ হাকিকাতসন, বেহনাজ খামিচিয়ান ও নারজেস কাসেমি।

চিত্র প্রদর্শনীর তত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ইরানের খাদিজেহ রাজাবি ও দোমাস রোমানা আর্ট গ্যালারির ওরিয়ানা পিসিসিওলিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।