রোবো ওয়ার্ল্ডকাপে ইরানের শিক্ষার্থীদের সাফল্য
পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/08/5113852.jpg)
ব্রাজিলের সাও লুইসে অনুষ্ঠিত ফেডারেশন অব ইন্টারন্যাশনাল রোবোস্পোর্টস অ্যাসোসিয়েশন (এফআইআরএ) ২০২৪ রোবো ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী ২৪টি ইরানি রোবোটিক্স দল ১৭টি পুরস্কার জিততে সক্ষম হয়েছে।
এফআইআরএ রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব প্রতিযোগিতার এবারের ২৯তম পর্ব ৫ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, কানাডা, রাশিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কানাডা, মেক্সিকো এবং ইরান সহ ১৮টি দেশের মোট ১ হাজার ৩শ জন প্রতিযোগী এফআইআরএ প্রতিযোগিতার চারটি প্রধান বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।
ইরানি দল ২০২৪ ওয়ার্ল্ড রোবোটিক্স এবং আরটিফিশিয়াল ইন্টেলিজেন্স এফআইআরএ’তে অংশ নিয়ে ৯টি চ্যাম্পিয়নশিপ জিতেছে, ৭টি রানার আপ পজিশন জিতেছে এবং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।
সূত্র: তেহরান টাইমস