রেশম পোকা চাষে বিশ্বে অষ্টম ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/09/1607082.jpg)
রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশমপোকা প্রতিপালনকে রেশম চাষ বলা হয়। বিশ্বে রেশম পোকা চাষে অষ্টম স্থানে রয়েছে ইরান। দেশটির রেশম গবেষণা কেন্দ্রের প্রধান রেজা সৌরাতি জাঞ্জানি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চীনে চার হাজার বছর আগে রেশম পোকা চাষ শুরু হয়। ঐতিহাসিক তথ্যমতে, চীন সাধারণত সাদা গুটির চাষ সবচেয়ে বেশি হয়। অন্যদিকে, ইরানে হলুদ গুটির চাষ বেশি হয়।
ইরানের রেশম পোকা চাষ শিল্পের অবস্থান তুলে ধরতে গিয়ে জাঞ্জানি বলেন, বর্তমানে খাতটি ভাল অবস্থানে রয়েছে। দেশে এর পুরনো ইতিহাস রয়েছে। বর্তমানে পঞ্চাশের অধিক দেশে উষ্ণতার জন্য রেশম ব্যবহারের প্রচলন রয়েছে। আর রেশমের ৯৫ ভাগ কাঁচামাল এশীয় দেশগুলো থেকে আসে।
বিশ্বব্যাপী উৎপাদিত মোট রেশমের ৮০ ভাগই চাষ হয় চীনে। এরপরেই রয়েছে ভারত।
উল্লেখ্য, রেশম মথ বা কীট এমনি এক বিস্ময়কর প্রাণী, যেটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই ক্ষান্ত হয়নি, ক্ষুদ্রাকৃতির এ কীটের অবদানে প্রাচীন সভ্যতারও গোড়াপত্তন হয়েছিল। গত কয়েক শতাব্দী ধরে রেশম পোকার মাধ্যমে রাজকীয় বস্ত্র উৎপাদন-বিপণনকে ঘিরে মহাদেশ থেকে মহাদেশে বাণিজ্যের অবতারণা হয়ে আসছে। উজ্জ্বল সম্ভাবনার এ কীটের জীবনচক্রের ওপর দাঁড়িয়েই গড়ে উঠেছে রেশম শিল্প।- মেহের নিউজ।