রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রেল পণ্য উৎপাদনে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০১৮ 

news-image

ইরানে রেল পণ্য উৎপাদন শুরু হয়েছে এবং রেল বগি থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম ও পণ্য দেশটিতে উৎপাদনের পর তা রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মত দেশটির ইস্ফাহান স্টিল কোম্পানি ৫শ’ টন ইউ-৩৩ রেল পণ্য উৎপাদন করেছে যা ইউরোপীয় মানের। ইরানের এধরনের রেল পণ্যের চাহিদা রয়েছে বছরে ৪ লাখ টন এবং এর চেয়ে অতিরিক্ত উৎপাদন করে তা রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইরান। রেল পণ্য উৎপাদন প্রতিষ্ঠান এসকো’র এমডি মানসোর ইয়াজদিজাদেহ জানান, ইউরোপের মান বজায় রেখে রেলপণ্য উৎপাদন কঠিন তবে তা স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে বড় অর্জন।- ফিনান্সিয়াল ট্রিবিউন ।