বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রুশ প্রিমিয়ার লিগে জেনিতের হয়ে হ্যাট-ট্রিক আজমুনের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০২০ 

news-image

রুশ প্রিমিয়ার লিগে উরালের বিরুদ্ধে জেনিত ক্লাবের হয়ে হ্যাট-ট্রিক করলেন ইরানের আন্তর্জাতিক স্ট্রাইকার আজমুন। গ্রুপ পর্বের এই ম্যাচে দলকে ৫-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।

শনিবারের ম্যাচে আজমুন ১৭তম, ২২তম ও ৭৬তম মিনিটের মাথায় মোট তিনটি গোল করেন। জেনিতের হয়ে বাকি গোলগুলো করেন আরতেম দিজিউবা ও দুগলাস স্যান্তোস। দিজিউবা ৩০ মিনিটের মাথায় প্যানাল্টি থেকে একটি গোল করেন আর স্যান্তোস দ্বিতীয়ার্ধে গোল করেন।

রুশ প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বে জেনিত শীর্ষস্থানে রয়েছে। ১৭ ম্যাচ শেষে দলটির ৩৫ পয়েন্ট সংগ্রহ হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।