মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রিলিজিয়ন টুডে উৎসবের জুরিতে আবিয়ার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২২ 

news-image
ইরানি পরিচালক নারগেস আবিয়ার ২৫তম রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবের জুরির বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার থেকে ইতালির পাঁচটি শহরে আন্তর্জাতিক এই উৎসব শুরু হয়েছে।
প্রশংসিত নাটক “ট্র্যাক ১৪৩”, “ব্রেথ” এবং “হোয়েন দ্য মুন ওয়াজ পূর্ণ” এর পরিচালক আবিয়ার বর্তমানে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল তাতারস্তানে চলচ্চিত্র উৎসবটি চলছে।আবিয়ার বিভিন্ন আন্তর্জাতিক উৎসব এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে সম্মাননা লাভ করেছেন।
এর আগে মার্চ মাসে তিনি তুরস্কের ইজমিরে আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র নির্মাতা উৎসব ২০২২-এ ডিরেক্টর অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হন।
রিলিজিয়ন টুডে’র জুরিতে আরও রয়েছেন বোর্ড-প্রত্যয়িত শিশুরোগ বিশেষজ্ঞ এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের একজন সহকারী অধ্যাপক মমতা সাহা। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয়ের একজন বোর্ড-প্রত্যয়িত চক্ষু বিশেষজ্ঞও। সূত্র: তেহরান টাইমস।