বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রিভারসাইড উৎসবে পুরস্কার জিতলো ইরানি ড্রামা ‘দ্যা বাডগার’

পোস্ট হয়েছে: মে ৬, ২০২১ 

news-image

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড ইম্পাইর অঞ্চলে অনুষ্ঠিত ১৯তম রিভারসাইড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ইরানি ড্রামা ‘দ্যা বাদগার’। চলচ্চিত্রটি সেরা দর্শক ও সেরা অভিনেতা পুরস্কারসহ উৎসবের তিনটি বিভাগে সম্মাননা লাভ করে।

কাজেম মোল্লায়ি নির্মিত ‘দ্যা বাদগার’  সুদেহ নামে ৪০ বছরের এক বৃদ্ধা নারীর কাহিনি নিয়ে নির্মাণ করা হয়েছে। এই বৃদ্ধা দ্বিতীয় বিয়ের আগে এক আজব ঘটনার সম্মুখীন হয়। সুদেহ ও তার ছেলে মতিয়ার একটি পুরনো বাসায় বসবাস করে।

এছাড়াও চলচ্চিত্রটি পাঁচমেশালি অভিনেতাদের জন্য উৎসবের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করে।

এরআগে ‘দ্যা বাদগার’ ডজেনখানেক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে কয়েকটি পুরস্কার লাভ করে। সূত্র: তেহরান টাইমস।