শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রিও অলিম্পিকে ইতিহাস গড়লেন হিজাবি মুসলিম নারী

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৬ 

news-image
রিও অলিম্পিকে আমেরিকার মহিলা অসিক্রীড়ায় ন্যাশনাল টিমের সদস্যদের ধারাবাহিক ব্যর্থতার পর ১৩ই আগস্ট সেদেশের মুসলিম হিজাবি নারী ইবতেহাজ মোহাম্মাদ সফলতা অর্জন করেছেন।
অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন এই হিজাবি নারী।
 
ইবতেহাজ মোহাম্মাদ ইতালীয় অসিক্রীড়ককে ৪৫-৩০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেন এবং আমেরিকার জন্য তিনি রিওতে প্রথম নারী অলিম্পিক পদকজয়ী হয়ে ইতিহাস গড়লেন।
 
তিনি বলেন: এটা আমার জন্য একটি বড় সফর এবং সংগ্রাম ছিল। আমি এই পদক জেতার জন্য অনেক কষ্ট করেছি;আমি কখনোই এই মুহূর্তকে ভুলতে পারব না।
 
ইবতেহাজ মোহাম্মাদ বলেন, আমি অলিম্পিকে অংশগ্রহণ করেছি এবং ব্রোঞ্জ পদক লাভ করেছি। এভাবে আমি প্রমাণ করতে পেরেছি যেইসলাম শান্তির ধর্ম এবং ইসলামি হিজাব পরে সকল অঙ্গনে অংশগ্রহণ করা সম্ভব।
 
ইবতেহাজ মোহাম্মাদ মোট পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নশীপ পদক অর্জন করেছেন। তিনি তার পরিবারের সাহায্যে একটি গার্মেন্টস চালু করেন এবং তিনি শিক্ষকতাও করেন। সূত্র: ইকনা