শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাডার ফাঁকি দিতে সক্ষম দূর পাল্লার ড্রোন তৈরি করেছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৬ 

news-image

ইরান হালকা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম দূরপাল্লার নতুন একটি ড্রোন তৈরি করেছে। ড্রোনটির সর্বোচ্চ ১০ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে।

বুধবার ইরানের বিমান এবং মহাকাশ শিল্প সংস্থার সর্বশেষ সাফল্য প্রদর্শনের অংশ হিসেবে নতুন এ ড্রোন উন্মোচন করা হয়।

সংস্থার অন্যতম কর্মকর্তা হামেদ সাই’দি বলেন, ড্রোনটির ওজন ২০ কিলোগ্রামের কম এবং এটি একনাগাড়ে ১৫ ঘণ্টা উড়তে পারে। মানচিত্র তৈরি করা, চিত্র ধারণ করা সহ অসামরিক অনেক কাজ এ ড্রোন দিয়ে করা সম্ভব হবে বলে জানান তিনি।

ইরান এ ড্রোন রফতানি করার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। সূত্র: পার্সটুডে, তেহরান টাইমস