মেডিকেল সরঞ্জামের বৈশ্বিক বাজারে ইরানের অংশীদারিত্ব বাড়ছে
পোস্ট হয়েছে: মে ১৫, ২০২২

আনুমানিক ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মেডিকেল সরঞ্জামের বৈশ্বিক বাজারে ইরানের এক শতাংশ (প্রায় ৫ বিলিয়ন) অংশীদারিত্ব রয়েছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে, বৈশ্বিক বাজারে দেশটির এই অংশীদারিত্বের পরিমাণ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
২০১৮ সালে ন্যাশনাল মেডিকেল ডিভাইস ডিরেক্টরেটের প্রতিবেদনে বলা হয়, ইরানের মেডিকেল সরঞ্জামের বাজারের মূল্য আড়াই বিলিয়ন ডলার। এরমধ্যে ৩০ শতাংশ সরঞ্জাম সহস্রাধিক দেশীয় ফার্মের অন্তর্ভুক্ত।
বিশ্ববাজারে ৫ লাখ চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়। এসব সরঞ্জামের ৫৬ শতাংশের ইরানি সংস্করণ রয়েছে। ফার্মাসিউটিক্যালসে ইরানের সাড়ে চার বিলিয়ন ডলারের বাজারের প্রায় ৭০ শতাংশই দেশীয় পণ্য। ২০১৮ সালে দেশে ব্যবহৃত ওষুধের ৯৭ শতাংশ স্থানীয়ভাবে তৈরি হয়।
চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী ইরানি কোম্পানিগুলো বিশ্বের ৫৪টি দেশে পণ্য রপ্তানি করে। সূত্র: তেহরান টাইমস।